ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

পাবনায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৫ জানুয়ারি ২০২৫  
পাবনায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনার আতাইকুলায় মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার মধ্যরাত থেকে শনিবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আতাইকুলা থানার ওসি সালাউদ্দিন কাদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আতাইকুলা থানার দুবলিয়া ক্যাম্পপাড়া গ্রামের শাজাহান খানের ছেলে শাওন রেজা খান (৩২), নতুনপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল গ্রামের মুনু ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩১), একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে তপু রায়হান (৩৫), বিল্লাল মৃধার ছেলে শাকিল মৃধা (১৭)।

আরো পড়ুন:

আতাইকুলা থানার ওসি সালাউদ্দিন কাদের জানান, গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি শ্রীকোল ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। ঘটনার পর পুলিশ অভিযানে নামে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঠনটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/শাহীন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়