ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কেরানীগঞ্জে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাত বদল হয়েছে’ 

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ২৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:২৩, ২৮ জানুয়ারি ২০২৫
‘কেরানীগঞ্জে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাত বদল হয়েছে’ 

সারজিস আলম

কেরানীগঞ্জে চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু হাত বদল হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এক পথ সভায় তিনি এ মন্তব্য করেন। 

সারজিস আলম বলেন, “আমরা কেরানীগঞ্জে এসে দেখছি, সুন্দর একটি রাস্তা রয়েছে। তবে রাস্তার দুই পাশের খালগুলো দেখে মনে হচ্ছে, এগুলো ডাস্টবিন নতুবা নর্দমায় পরিণত হয়েছে। অথচ খালগুলো সুন্দরভাবে খনন করা যেত তাহলে কেরানীগঞ্জ সুন্দর একটি পর্যটন স্পটে পরিণত হতে পারত।” 

তিনি আরো বলেন, “আমরা জেনেছি, এই খাল খনন এবং উন্নয়নের জন্য কেরানীগঞ্জে অসংখ্য বাজেট এসেছে। এখানকার কিছু ভণ্ড পীর ও তাদের ভণ্ড মুরিদরা সেগুলো (বাজেট) বিদেশে পাচার করেছে। এই অপকর্মের জন্য তারা এখন জেলখানায় রয়েছে। সেখান থেকে তারা আবার সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে।” 

সারজিস বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বাধীন হওয়ার পর কেরানীগঞ্জে আমি এই প্রথম আসলাম। আমার আরো আগে আসা উচিৎ ছিল। আমরা আশা করেছিলাম, ৫ আগস্টের পর কেরানীগঞ্জে চাঁদাবাজী, থাকবে না। কিন্তু আমরা দেখলাম দুর্নীতি, চাঁদাবাজী, এখনো চলছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের লড়াই চলবে। আপনাদের ঐক্যবন্ধ থাকতে হবে। আজ থেকে ৫ মাস আগে খুনি হাসিনা আমলে কেরানীগঞ্জে যে চাঁদাবাজি চলতো, এখন তা শুধু হাত বদল হয়েছে। কিন্তু বন্ধ হয়নি। বিগত বছরগুলোতে খুনি হাসিনা মানুষের ওপর যে জুলুম চালিয়েছে বাংলার মানুষ তা ভুলে যায়নি।” 

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি জাবেদ, সাইমন চৌধুরী, অপু, ফেরদৌস, বকুল ও সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  কেরানীগঞ্জ প্রতিনিধি আলামিন মিনহাজ, জুম্মন, ইমরান।

ঢাকা/শিপন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়