সাবেক গৃহায়ণ মন্ত্রীর এপিএস গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের (ডানে) সঙ্গে মুসা আনসারি (বাঁয়ে)।
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. মুসা আনসারি ছেলেসহ গ্রেপ্তার হয়েছেন।
মুসা আনসরির ছেলে মো. ইব্রাহিম আনসারি অপূর্ব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোকতাদির চৌধুরীও বর্তমানে একাধিক মামলায় জেল হাজতে আছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাবা-ছেলে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানা পুলিশের পৃথক নথি থেকে জানা যায়, বাবা-ছেলেকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুসা আনসারীর সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ছাত্রদের হামলার ঘটনায় মুসা আনসারী সন্দেহভাজন আসামি। তবে তার ছেলে ইব্রাহিম আনসারীর রিমান্ড চাওয়া হয়নি। তিনি হত্যা মামলার এজহারনামীয় আসামি।
ঢাকা/মাইনুদ্দীন/এস