আ.লীগের রাজনীতির মৃত্যু দেশে, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কক্সবাজার গোলচত্বর মাঠে সমাবেশে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘আওয়ামী লীগের ইতিহাস নিজেদের নিজেরা দাফন করার ইতিহাস। বাকশাল কায়েম করে শেখ মুজিব একবার দাফন করেছেন। ২০২৪ সালে তার কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছেন।’’
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার গোলচত্বর মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সমাবেশের সভাপতিত্ব করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে হাসিনা একজন বিশ্বখুনি। হাসিনা ও তার মন্ত্রীরা গণহত্যার নির্দেশ দিয়েছেন।’’ শেখ হাসিনাকে ইতিহাসের নিকৃষ্টতম খুনি আখ্যায়িত করে তিনি বলেন, ‘‘বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে। আর দাফন হয়েছে দিল্লিতে।’’
শেখ হাসিনাকে ‘মৃত’ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘‘মুর্দা কথা বললে মানায় না। দিল্লির কবর থেকে মাঝে মাঝে হাসিনা উঁকি দিয়ে কী যেন বলতে চান। এদেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করা আর জায়েজ নাই।’’ আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি তিনি বলেন, ‘‘আপনারা আওয়ামী লীগের কথা ভুলে যান।’’
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘‘দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে আপনার সদিচ্ছার প্রমাণ দিন।’’ উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা জনগণের কথা শুনুন, দ্রব্যমূল্য কমান। জনগণের বিরুদ্ধে যাবেন না। ন্যায় বিচার ও আইন শৃঙ্খলাসহ সব জায়গায় এখনো খুনি হাসিনার দোসররা অস্থিররতা সৃষ্টির চেষ্টা করছে। আর এর পেছনে খুনি হাসিনা দিল্লিতে বসে উসকানি দিচ্ছেন। তার কোনো উসকানি সফল হবে না।’’
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘বিএনপির ইতিহাস শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। খালেদা জিয়ার ইতিহাস, সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনার ইতিহাস। একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন তারেক রহমান।’’ তিনি তারেক রহমানের নেতৃত্ব বিএনপিকে সুশৃঙ্খল দল হিসেবে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।
জনসভায় আরো বক্তব্য রাখেন দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর হেলাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর ফরিদ ও জেলা সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় নেতারা।
ঢাকা/তারেকুর/বকুল