ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

জামালপুরে শিক্ষার্থী-আইনজীবী সংঘর্ষ, আহত ৮

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১০ মার্চ ২০২৫   আপডেট: ১৮:৪৬, ১০ মার্চ ২০২৫
জামালপুরে শিক্ষার্থী-আইনজীবী সংঘর্ষ, আহত ৮

শিক্ষার্থী ও আইনজীবীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে

জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত আট জন আহত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলা দুটির আসামির পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলতে যায় তারা। এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্রদের বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরো পড়ুন:

আহতরা হলেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী শিশির (১৮), হৃদয় আহমেদ (২১) ও তারিক শেখ (২১)। বাকিরা হলেন খলিলুর রহমান (৮০), আব্দুল আওয়াল (৫৫), ওমর ফারুক (৪৭), রুকনুজ্জামান ও নজরুল ইসলাম তফাদার (৫৫)।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল সম্পাদক আমিনুল এহসান বলেন, আইনজীবীরা ভুল তথ্য দিয়ে ধর্ষণ মামলার আসামিকে জামিন করিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা করা হয়।

জামালপুর আইনজীবী সমিতির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, একটি মামলাকে কেন্দ্র করে ছাত্ররা আইনজীবীদের সঙ্গে কথা বলতে আসে। দুর্ভাগ্যজনকভাবে এখানে বিশৃঙ্খলা হয়। আইনজীবীদের লাঞ্ছিত করা হয়েছে। এর প্রেক্ষিত সমস্যার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনে। 

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, আইনজীবীদের সঙ্গে ছাত্রদের ঝামেলা হয়েছে৷ বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঢাকা/শোভন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়