ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৈকতে অর্ধগলিত ডলফিন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১৫ মার্চ ২০২৫  
সৈকতে অর্ধগলিত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যর একটি অর্ধগলিত ইরাবতী ডলফিন। 

শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে সৈকতের গঙ্গামতি পয়েন্টে ডলফিনটি ভেসে আসে। সমুদ্রের জোয়ারের স্রোতে ভেসে এসে ডলফিনটি বালুতে আটকে যায় বলে জানান স্থানীয়রা।

আরো পড়ুন:

স্থানীয় জেলে জসিম উদ্দিন বলেন, “প্রায় ৫ ফুট লম্বা এ ডলফিনটির শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, এটি কয়েকদিন আগেই মারা গেছে এবং স্রোতের টানে সৈকতে ভেসে এসেছে ডলফিনটি। কী কারণে প্রাণীটির মৃত্যু হয়েছে তা বলতে পারছি না।” 

কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে এ জাতীয় ডলফিন পাওয়া যায়। যে কারণেই মৃত্যু হোক না কেন, এটা কাঙ্খিত নয়। সামুদ্রিক জলজ পরিবেশ সঠিক রাখার জন্য ডলফিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়