ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনা মানসিক হাসপাতাল থেকে গ্রেপ্তার ২ দালালের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৭ মার্চ ২০২৫  
পাবনা মানসিক হাসপাতাল থেকে গ্রেপ্তার ২ দালালের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতাল আটক দুই দালাল

পাবসা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ভ্রম্যমাণ আদালত। পরে তাদের ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।

গ্রেপ্তার দালালরা হলেন- পাবনা সদর উপজেলার কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মামুন হোসেন (৩৬) ও হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহিদুল ইসলাম কালু (৩৮)।

আরো পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাবনা মানসিক হাসপাতালে সম্প্রতি দালালদের উপদ্রব বেড়েছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করছিল। মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সঙ্গেও জড়িত ছিল তারা। অভিযোগ পেয়ে পাবনা জেলা এনএসআইয়ের দুইজন সহকারী পরিচালকসহ ৮ জন সদস্য উক্ত এলাকায় গত কয়েকদিন ধরে তথ্য সংগ্রহ করেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দালালদের অবস্থান জানতে পেরে এনএসআই পাবনা কার্যালয়কে জানায়।

এনএসআই পাবনার উপ-পরিচালক বিষয়টি জেলা প্রশাসককে জানান। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় দুই দালালকে হাতেনাতে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালত। পরে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ জানান, “দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো তিনদিন কারাভোগের নির্দেশ দেওয়া হয় তাদের।”  

ঢাকা/শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়