ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ২০ মার্চ ২০২৫   আপডেট: ১৬:০০, ২০ মার্চ ২০২৫
ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আবুল কাশেম। ফাইল ফটো

ঢাকার ধামরাইয়ে আবুল কাশেম (৫৭) নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে, বেলা ১২টা দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

আবুল কাশেম জালসা এলাকার মৃত রইজ উদ্দিন মাস্টারের ছেলে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

নিহতের ছোট ভাই খলিলুর রহমান বলেন, ‘‘বেলা ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পরই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি।’’

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, ‘‘মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল।’’

তার স্ত্রী জানান, মৃত্যুর আগে কোপানোয় জড়িতদের নাম জানিয়েছেন আবুল কাশেম। তারা হলেন, আব্দুল জলিল, বাছেদ, বাবু, বিল্টু, আলী, আহাদ, সাইম, গফুর ও মালেক।

গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা বলেন, ‘‘ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।’’

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/সাব্বির/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়