ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনের আগুন নেভানো শুরু হবে সকাল থেকে

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ২২ মার্চ ২০২৫   আপডেট: ২০:০৭, ২২ মার্চ ২০২৫
সুন্দরবনের আগুন নেভানো শুরু হবে সকাল থেকে

সন্ধ্যা নেমে আসায় এবং পানির উৎস ঘটনাস্থল থেকে দূরে থাকার কারণে আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়নি।

বাগেরহাটের সুন্দরবনের পূর্ব বন বিভাগের কলমতেজী এলাকায় লাগা আগুন এখনো নেভানো শুরু হয়নি। আগামীকাল রবিবার (২৩ মার্চ) সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। 

এর আগে শনিবার (২২ মার্চ) বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলেও পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। 

আরো পড়ুন:

তবে আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে এজন্য ঘটনাস্থলের চারিদিকে ফায়ার লাইন কাটা হয়েছে। সন্ধ্যা নেমে আসায় এবং পানির উৎস ঘটনাস্থল থেকে দূরে থাকার কারণে আগুন নেভানোর কাজ শুরু করা সম্ভব হয়নি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম জানান, আগুনের আশপাশে ফায়ার লাইন কাটা হয়েছে যেন আগুন বিস্তৃত হতে না পারে। ঘটনাস্থলের নিকটবর্তী পানির উৎস প্রায় তিন কিলোমিটার দূরে থাকায় আজ আগুন নেভানোর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। 

তিনি বলেন, “আগুন নেভানোর জন্য প্রস্তুতি চলছে। আশা করছি, রবিবার (২৩ মার্চ) সকাল থেকে বন বিভাগ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করতে পারবে।”

ঢাকা/শহিদুল/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়