ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২৮ মার্চ ২০২৫  
চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল স্বর্ণসহ আটক ১

আটক আফসার আলী ও জব্দকৃত স্বর্ণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের ছোট টুকরাসহ আফসার আলী (২৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। 

জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য-৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গার ৬-বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হাসান।

আটক আফসার আলী দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হাসান গোয়েন্দা তথ্যে জানতে পারেন যে, স্বর্ণের একটি চালান সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্তে ছয়ঘড়িয়া প্রাইমারি স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে অ্যাম্বুশ করে। বিকেলে সন্দেহভাজন একজনকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে। তার কাছে এসব স্বর্ণের বার ও স্বর্ণের টুকরা পাওয়া যায়। 

আটক আফসার আলীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করে হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/মামুন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়