ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩ জনকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২৪ এপ্রিল ২০২৫  
নাটোরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩ জনকে কুপিয়ে জখম

লালপুর থানা (ফাইল ফটো)

নাটোরের লালপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল আইনজীবী ও নারীসহ ৩ জনকে কুপিয়ে লুট করে নিয়ে গেছে নগদ ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার। 

বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে লালপুরের চকবাদেকুলপাড়া গ্রামে অ্যাড. সাধন কুমার দাসের বাড়িতে এ ডাকাতি ঘটে। 

পারিবারিক সূত্রের বরাতে পুলিশ জানায়, বুধবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল অ্যাড. সাধন কুমার দাসের বাড়িতে প্রবেশ করে তাকে বেঁধে কুপিয়ে জখম করে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা সাধন কুমার দাসের ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানী (২৫) কেও কুপিয়েছে। 

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ঢাকা/আরিফুল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়