ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ষণের অভিযোগে গণপিটুনি, কারাগারে ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১৩:৫৫, ২৮ এপ্রিল ২০২৫
ধর্ষণের অভিযোগে গণপিটুনি, কারাগারে ইমামের মৃত্যু

গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে রহিজ উদ্দিন (৩৫) নামের স্থানীয় মসজিদের এক ইমামকে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠায়।

সোমবার (২৮ এপ্রিল) ভোররাত ৩টার দিকে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, রবিবার সকালে তাকে গণপিটুনি দেওয়া হয়।

আরো পড়ুন:

নিহত রহিজ উদ্দিন জেলার গাছা থানাধীন জাঝর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে ও হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম এবং খতিব হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম বলেন, ‘‘এক শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী রহিজ উদ্দিনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা করলে সেই মামলায় রহিজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’’

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের বলেন, ‘‘রহিজ উদ্দিনের শরীরে পাবলিক অ্যাসল্ট ছিল। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়