ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পায়রা নদীতে ভেসে এল মৃত ডলফিন 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ২ মে ২০২৫  
পায়রা নদীতে ভেসে এল মৃত ডলফিন 

শুক্রবার দুপুরে উদ্ধারের পর মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদী থেকে ভাসমান অবস্থায় তিন ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার হয়েছে। 

শুক্রবার (২ মে) দুপুর ১টার দিকে উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন পায়রা নদী থেকে ডলফিনটি উদ্ধার করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান‌ ও প্রাণী প্রেমীরা।

আরো পড়ুন:

ধরা’র সমন্বয়ক আরিফুর রহমান বলেন, “শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে পর্যটক নিয়ে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় নৌকায় ভ্রমণ করতে যাই। এসময় নদীতে ভাসমান অবস্থায় একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন দেখতে পাই। ডলফিনটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন বলেন, “পরিবেশকর্মী আরিফুর রহমানের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য দ্রুত ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে।”

মৃত্যুর কারণ অনুসন্ধান না করেই মাটি চাপা দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করেছি, প্রাণীটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ কারণে মাটি চাপা দেওয়া হয়েছে।”

তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়