ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটায় আবারো মৃত ডলফিন ভেসে এল

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৫  
কুয়াকাটায় আবারো মৃত ডলফিন ভেসে এল

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মৃত ডলফিন ভেসে আসে।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ফরেস্টার ঢালা সংলগ্ন সৈকতে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের ইরাবতী প্রজাতির ডলফিনটি স্থানীয়রা প্রথম দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীরা বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভার সহায়তায় মৃত ডলফিনটি মাটিচাপা দেয়।

স্থানীয় স্বেচ্ছাসেবীরা জানান, ভোরের জোয়ারে ডলফিনটি তীরে উঠে আসে বলে ধারণা করা হচ্ছে। ডলফিনটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। এমনকি চামড়ার অংশও উঠে গেছে।

আরো পড়ুন:

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান, যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে, সেজন্য মৃত ডলফিনটি মাটির নিচে চাপা দেওয়া হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘‘চলতি বছরে এ উপকূলে অন্তত ১০টি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিন মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করা জরুরি।’’

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘‘বর্ষা মৌসুমে প্রায়ই মৃত ডলফিন ভেসে আসে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সামুদ্রিক প্রাণী সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন রক্ষা রাষ্ট্রের দায়িত্ব।’’

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়