ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনায় জেলের জালে ১৯ কেজির কাতল, ১৬ হাজারে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১০ মে ২০২৫   আপডেট: ২১:০২, ১০ মে ২০২৫
মেঘনায় জেলের জালে ১৯ কেজির কাতল, ১৬ হাজারে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। যা এক প্রবাসীর কাছে বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়।

শনিবার (১০ মে) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দূর্গারামপুরে মেঘনা নদীতে জেলে পরিতোষ বর্মণের জালে মাছটি ধরা পড়ে।

আরো পড়ুন:

পরিতোষ বর্মণ বলেন, ‘‘প্রতিদিনের মতো বাছুরি নৌকা নিয়ে মেঘনায় মাছ ধরতে যাই। নদীতে জাল ফেলার কিছুক্ষণ পরে ১৯ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। পরে মাছটি নবীনগর বাজারের সুনীল বর্মণের আড়তে তুললে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন।’’

নৌকার আরেক জেলে সত্যগুণ বলেন, ‘‘মাঝেমধ্যে তিতাস ও মেঘনা নদীতে কাতল, রুই, বোয়ালসহ অন্যান্য মাছ ধরা পড়ে। কিন্তু, অনেকদিন পর জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ল।’’

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়