ঢাকা     সোমবার   ২৩ জুন ২০২৫ ||  আষাঢ় ৯ ১৪৩২

বজ্রপাতে মৃত্যু, দাফনের প্রস্তুতির সময় নড়ে উঠলো মরদেহ

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১৬ মে ২০২৫   আপডেট: ১১:৩৫, ১৬ মে ২০২৫
বজ্রপাতে মৃত্যু, দাফনের প্রস্তুতির সময় নড়ে উঠলো মরদেহ

প্রতীকী চিত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বজ্রপাতে ইমন মোল্লা (১৪) নামে অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার দাফনের প্রস্তুতির সময় মরদেহ নড়ে ওঠার কথা ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুনরায় মেডিকেল পরীক্ষায় তার মৃত্যু নিশ্চিত করা হয়। 

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ চাঞ্চল্যকর ঘটনার অবতারণা হয়। ইমন মোল্লা ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে ইমন তার বাবাকে ডাকতে মাঠে যায়। এ সময় তার ওপর সরাসরি বজ্রপাত ঘটে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে মরদেহ বাড়িতে নিয়ে গোসল দেওয়ার সময় ইমনের শরীর হঠাৎ নড়ে ওঠে। এতে পরিবার ও আশপাশের লোকজন তাকে জীবিত ভেবে তৎপর হয়ে ওঠে। দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানকার ডাক্তাররা পুনরায় তার মৃত্যু নিশ্চিত করেন।

এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ার পর গ্রামের প্রচুর মানুষ জড়ো হয়। অনেকে বিষয়টিকে অলৌকিক ঘটনা বলে ভাবতে শুরু করেন। তবে চিকিৎসকরা পরিষ্কার করে দেন যে, এটি মরণোত্তর পেশীর স্বাভাবিক সংকোচন হতে পারে, যা মৃত্যুর পরও কিছুক্ষণ দেখা দেয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানসিভ জুবায়ের বলেন, “ইমনকে প্রথমে মৃত ঘোষণা করা হয়েছিল। পরে তার নড়াচড়ার খবর শুনে আমরা অবাক হয়েছি। তবে পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে সে মারা গেছে।”

বজ্রপাতে মৃত্যুর পর মরদেহে এমন অস্বাভাবিক ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকা/তামিম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়