ঢাকা     বুধবার   ১৮ জুন ২০২৫ ||  আষাঢ় ৪ ১৪৩২

খুলনায় ১৯ মামলার আসামি সাগর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ১৭ মে ২০২৫  
খুলনায় ১৯ মামলার আসামি সাগর গ্রেপ্তার

মো. সাগর শেখ

যশোরের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. সাগর শেখকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শনিবার (১৭ মে) র‌্যাব-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার সাগর গোপালগঞ্জের কাজলিয়া বাজার এলাকার ফায়েক শেখের ছেলে। তিনি যশোর সদরের রেলগেট পশ্চিম পাড়া সড়ক কলাবাগান এলাকায় বসবাস করতেন। 

আরো পড়ুন:

র‌্যাব-৬ জানায়, যশোরের তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর শেখকে খুলনার রুপসা থানাধীন জাবুসা এলাকা থেকে যশোর র্যাব ক্যাম্পের একটি  দল শুক্রবার (১৬ মে) রাতে গ্রেপ্তার করে। তাকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়