ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের আট দিনের মাথায় যুবক খুন, স্ত্রী আটক

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৭ মে ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের আট দিনের মাথায় যুবক খুন, স্ত্রী আটক

মো. হাসান মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আট দিনের মাথায় এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) রাতে পৌর এলাকার মসজিদ পাড়ায় ঘটনাটি ঘটে। 

নিহত যুবকের নাম মো. হাসান মিয়া (২৮)। তার বাড়ি কুমিল্লায়। তিনি আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। আটক নারী জান্নাত আক্তার (২৩) আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

পুলিশ আজ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুপুর ২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন আটক জান্নাত আক্তারের বরাত দিয়ে জানান, গত ৯ মে তাদের বিয়ে হয়। আরেকটি ছেলের সঙ্গে এই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে বেশি মেলামেশা মেয়েটি মেনে নিতে পারছিলেন না। শুক্রবার রাতেও তিনি আপত্তি জানালে স্বামী তা মেনে নেননি। এতে ক্ষিপ্ত হয়ে কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান মেয়েটি। পরে বালিশচাপা দিয়ে স্বামীকে হত্যা করেন তিনি।

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়