ম্যানহোলের গ্যাস বিস্ফোরণে আহত ৩
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

চাঁদপুর শহরে ম্যানহোলের ভেতর জমে থাকা গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (১৮ মে) দুপুরে শহরের কদমতলা এলাকায় পৌরসভার আবাসিক ভবনের সামনে ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, “আহত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
আহতরা হলেন- তন্নী আক্তার (৩৫), তার ছেলে রোহান (৮) এবং আরেক শিশু মো. রাহিম (৮)। তারা সবাই পথচারী ছিলেন।
আহত তন্নী শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী। তাদের ছেলে রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদরাসার ইকরা বিভাগের ছাত্র। শিশু রাহিম একই এলাকার মো. হান্নানের ছেলে এবং ওই মাদরাসার একই বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী মো. সাইফুল ইসলাম বলেন, “মাদরাসা ছুটির পর দুপুর ১টার দিকে তন্নী আক্তার, তার ছেলে রোহান এবং রাহিম ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পৌরসভার ম্যানহোলের ভেতর জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে তারা তিনজনই আহত হন। বিস্ফোরণে ম্যানহোল ক্ষতিগ্রস্ত হয়েছে।”
চাঁদপুর পৌর প্রশাসক জাকারিয়া বলেন, “এটা নাশকতা নাকি মিথেন গ্যাস বিস্ফোরণ তা তদন্ত করা হচ্ছে। কেননা এই ম্যানহোল দিয়ে পানি চলাচল করায় গ্যাস জমার কথা না। আবার নাশকতা করে কেউ বিস্ফোরণ ঘটিয়েছে কিনা সেটিও উড়িয়ে দিতে পারছি না। তাই আমরা পুরো বিষয়টি তদন্ত করতে ফায়ার সার্ভিস ও পুলিশকে জানিয়েছি।”
ঢাকা/অমরেশ/মাসুদ