সাভারে লোকজনের সামনে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, সাভার || রাইজিংবিডি.কম

ঢাকার সাভারে ব্যাংক কলোনি এলাকায় শাহীন (২৬) নামে এক পরিবহন রং মিস্ত্রিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন-সংলগ্ন এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শাহীনকে গুলি করা হয়।
এই হত্যাকাণ্ডের একটি ফুটেজ রাইজিংবিডি ডটকমের হাতে এসেছে। তাতে দেখা যাচ্ছে, গলি ধরে হেঁটে আসার সময় একটি দোকানের সামনে এলে দুজন ব্যক্তি একটি অটোরিকশার আড়ালে থেমে যান। তারপর একজন মাটিতে লুুটিয়ে পড়েন। আরেক ব্যক্তি দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।
শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে। তিনি রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় বরুনের মালিকানাধীন একটি গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শাহীনের মৃত্যুর খবর শুনে গ্যারেজ মালিক বরুন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরা এক ব্যক্তি ব্যাংক কলোনির একটি গলিপথ ধরে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর একটি দোকানের সামনে লোকজনের উপস্থিতিতে ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে দৌড়ে সরে পড়েন। ঘটনাস্থলেই শাহীন মারা যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঢাকা/সাব্বির/রাসেল