ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এডওয়ার্ড কলেজের ৩ আবাসিক হলের নাম পরিবর্তন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২০ মে ২০২৫  
এডওয়ার্ড কলেজের ৩ আবাসিক হলের নাম পরিবর্তন

এডওয়ার্ড কলেজের তিন হলের নাম পরিবর্তন করা হয়

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে হলের পরিবর্তিত নতুন নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া।

কলেজের ‘শেখ রাসেল ছাত্রাবাসের’ পরিবর্তিত নাম ‘বিজয় ২৪ ছাত্রাবাস’, ‘বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের’ পরিবর্তিত নাম ‘আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস’ এবং ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাসের’ পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬ ছাত্রীনিবাস’ নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন:

নতুন নামফলক উন্মোচন কালে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল সুপার, সহকারী সুপার এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট হলের হল সুপারেরা। সমন্বয়কের দায়িত্ব পালন করেন নামফলক তৈরি ও উদ্বোধন কমিটির আহ্বায়ক প্রফেসর আবদুল্লাহ আল মামুন।

এ প্রসঙ্গে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া জানান, জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম ও দক্ষতা বৃদ্ধিতে আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানান তিনি।

ঢাকা/শাহীন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়