ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে হামলা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৩ মে ২০২৫   আপডেট: ১৯:৫৭, ২৩ মে ২০২৫
লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়কে গাছের গুঁড়ি ফেলে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে আনন্দপুর-তিলপাড়া সড়কে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এমনকি মরদেহেও আঘাত করা হয়।

ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের সবদর আলী (৭০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান। রাতেই ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছিলেন স্বজনেরা।

আরো পড়ুন:

পথিমধ্যে আনন্দপুর-তিলপাড়া সড়কে পৌঁছালে সশস্ত্র ডাকাতদল সড়কে গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ভাঙচুর চালায়। পরে লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এসময় মরদেহেও আঘাত করে তারা।

সবদর আলীর ছেলে আলমগীর মিয়া বলেন, ‘‘ডাকাতদল টাকা-পয়সা নিয়ে গেছে দুঃখ নেই। কিন্তু, বাবার লাশের ওপর আঘাত মেনে নিতে পারছি না।’’

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ‘‘অ্যাম্বুলেন্সে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু, পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়। সড়কে ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’’

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়