ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে টানা বৃষ্টি, মেঘনায় পানি বৃদ্ধি  

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৯ মে ২০২৫   আপডেট: ১৬:৫৫, ২৯ মে ২০২৫
নোয়াখালীতে টানা বৃষ্টি, মেঘনায় পানি বৃদ্ধি  

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা নোয়াখালীতে সকাল থেকে একটানা বৃষ্টিপাত হচ্ছে। সেইসঙ্গে মাঝে মাঝে ঝড়ো বাতাস হচ্ছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়ছে।

আরো পড়ুন:

হুমায়ুন কবির জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত  সুষ্পষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এরাকায় সাগর উত্তাল রয়েছে।  উত্তর বঙ্গোপসাগারে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সাগরে তিন নম্বর স্থানীয় সংকেত জারি করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন জানিয়েছেন, সাগর উত্তাল থাকায় বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার পর থেকে সব ধরণের নৌপরাপার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। এছাড়া সকল ধরনের মাছ ধরার ট্রলারকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এতে নদীপাড়ে এবং নৌঘাটে স্থাপিত দোকানপাট সরিয়ে দিতে হয়েছে। জোয়ারের তোড়ে কিছু দোকান ভেঙে নদীতে ভেসে গেছে। নিঝুম দ্বীপের চারপাশে কোনো বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি প্রবেশ করে বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার ইসতিকায় আহমেদ জানিয়েছেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষেণে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পেলে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় তিন উপজেলা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে ঝুঁকিপূর্ণ বেড়িবাধগুলোর দিকে পানি উন্নয়ন বোর্ডকে নজর রাখতে বলা হয়েছে।

ঢাকা/সুজন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়