ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন শর্তে খুলল রুমা ও থানচির পর্যটন

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৬ জুন ২০২৫   আপডেট: ১০:০৫, ৬ জুন ২০২৫
তিন শর্তে খুলল রুমা ও থানচির পর্যটন

বগালেক

দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পর্যটকদের ভ্রমণের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন:

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ৩ জুন তারিখের সভার সিদ্ধান্ত ও বান্দরবান সেনানিবাসের ৬৯ পদাতিক ব্রিগেড এর সদর দপ্তর ৫ জুন তারিখের ১৪০/৫৯/জিএস (ইন্ট) পত্রের আলোকে নিম্নবর্ণিত পর্যটন এলাকাসমূহে আগামী ৬ জুন তারিখ থেকে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা নিম্নোক্ত শর্তসাপেক্ষে এতদ্বারা বাতিল করা হলো।

ক) থানচি উপজেলা- থানচি থেকে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া অভিমুখে তমাতুঙ্গি পর্যন্ত

খ) রুমা উপজেলা- রুমা বাজার হতে বগালেক পর্যন্ত (মুনলাই পাড়াসহ)

শর্তাবলি:

ক) সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপর্যুক্ত স্থানসমূহ ব্যতীত রুমা ও থানচি উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে।

খ) জেলা/উপজেলা প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।

গ) পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট/পর্যটক তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

ঢাকা/চাইমং/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়