ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে কোস্ট গার্ডকে ‘হুমকি’, গ্রেপ্তার ২

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ৭ জুন ২০২৫   আপডেট: ০৯:২৭, ৭ জুন ২০২৫
বরিশালে কোস্ট গার্ডকে ‘হুমকি’, গ্রেপ্তার ২

অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং কোস্ট গার্ড সদস্যদের ‘হুমকি’ দেওয়ায় কীর্তনখোলা-১০ লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৬ জুন) বরিশাল কোতয়ালি মডেল থানায় কোস্ট গার্ড মামলাটি করে।

কোতয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ জুন রাত ৯টার দিকে কীর্তনখোলা-১০ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। লঞ্চটি প্রায় তিন ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে মাঝ নদীতে লঞ্চ থামিয়ে নৌকা ও ট্রলারের মাধ্যমে অতিরিক্ত যাত্রী উঠানো হয় লঞ্চটিতে। 

ধারণক্ষমতা ১৫৫০ জন হলেও প্রায় চার হাজার যাত্রী বহন করা হয়েছে লঞ্চে। এমনকি ভোরের আগে বৃষ্টির সময় ছাদের যাত্রীদের লঞ্চের ভেতরে ঢুকতে না দিয়ে ছাদের দরজায় তালা দিয়ে রাখা হয়। ফলে ছাদে থাকা নারী, শিশু ও বৃদ্ধসহ অনেকে অসুস্থ হয়ে পড়েন। এনিয়ে বরিশাল লঞ্চঘাটে পৌঁছানোর পর অতিরিক্ত ভাড়া দাবিসহ লঞ্চ কর্তৃপক্ষের দুর্ব্যবহার ও লঞ্চের বিভিন্ন অনিয়মকে কেন্দ্র করে যাত্রীদের সাথে লঞ্চের স্টাফদের বাগবিতাণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি হয়।

এসময় যাত্রীদের অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ড, সেনাবাহিনী ও নৌ-পুলিশের সদস্যরা এগিয়ে আসেন। এরপর কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডারের মধ্যস্থতায় যাত্রী এবং লঞ্চ কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হয়।

পরবর্তীতে কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ও তার ছেলে শান্ত হাসান ঘটনাস্থলে গিয়ে কোস্ট গার্ড সদস্যদের ‘হুমকি’ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেন।

এ ঘটনায় লঞ্চ মালিক মঞ্জুরুল আহসান, তার ছেলে শান্ত হাসান, লঞ্চের ম্যানেজার ও সুপারভাইজারসহ স্টাফদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণাত্মক ও নাশকতামূলক আচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ায় মামলা হয়। কোস্ট গার্ড সদস্যরা লঞ্চের ম্যানেজার রিয়াজুল করিম বেলাল ও লঞ্চের মাস্টার শুকুর আলীকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। 

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়