ঢাকা     বুধবার   ০৯ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৫ ১৪৩২

রূপগঞ্জে গুলিবিদ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১২ জুন ২০২৫  
রূপগঞ্জে গুলিবিদ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু

ইনসেট নিহত মামুন মিয়া ও গুলির খোসা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ‘ছাড়িয়ে নিতে’ জাইদুল ইসলাম বাবু নামে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিবর্ষণে আহত ব্যবসায়ী মামুন মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদল বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

নিহত মামুন রূপঞ্জের ভুলতা মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছাব্বির হোসেন খোকা গত কয়েকদিন ধরে এলাকায় নানা অপকর্মের চেষ্টা করছিলেন। মঙ্গলবার বিকেলে এলাকাবাসী তাকে আটক করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জাইদুল ইসলাম বাবু আটকের খবর জানতে পেরে খোকাকে ছাড়িয়ে নিতে গুলিবর্ষণ করেন। এতে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী ধাওয়া করলে পালিয়ে যান বাবু। উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান।

আরো পড়ুন:

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই হত্যাচেষ্টা মামলা করেন। মামলাটি পরিবর্তন হয়ে হত্যা মামলা হবে।

ঢাকা/অনিক/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়