ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

জামায়াতে ইসলামীতে কোনো কোন্দল নেই: মুফতি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ১৫ জুন ২০২৫   আপডেট: ২২:০৯, ১৫ জুন ২০২৫
জামায়াতে ইসলামীতে কোনো কোন্দল নেই: মুফতি আমির হামজা

জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠনের মধ্যে কোনো কোন্দল নেই বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমির হামজা।

রবিবার (১৫ জুন) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, ‘‘নমিনেশন বাণিজ্য ও দলীয় কোন্দল জামায়াতে ইসলামী বাংলাদেশের ভেতরে নেই, আগামীতেও ঘটবে না।’’

আরো পড়ুন:

এ সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘‘হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’’

কুষ্টিয়া জেলাকে আগামীতে আধুনিক করা হবে উল্লেখ করে আমির হামজা বলেন, ‘‘আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি। সেসব জায়গা যেভাবে আধুনিকায়ন হয়েছে, আমরাও কুষ্টিয়াকে একইভাবে আধুনিক করার চেষ্টা করব।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়