ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

রাজবাড়ী‌তে ২ শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ১৫ জুন ২০২৫  
রাজবাড়ী‌তে ২ শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে।

র‌বিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নে ঘটনাটি ঘটে। সহকা‌রী পু‌লিশ সুপার (পাংশা সা‌র্কেল) দেবব্রত সরকার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হ‌লেন- কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে সিহাব মন্ডল ও একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে হাসমত আলী। তাদের মধ্যে সিহাব মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন:

অ‌ভি‌যো‌গের বরা‌তে পু‌লিশ জানায়, আজ সকাল ১১টার‌ দি‌কে স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফির‌ছি‌ল দুই শিক্ষার্থী। এসময় সিহাব ও হাসমত তাদের পথরোধ করে। তারা দুই শিক্ষার্থীকে পাশের পানের বরজে নিয়ে ধর্ষণ করে। বিষয় জানাজানি হলে ভুক্তভোগীদের মেরে ফেলার হুমকিও দেয়া অভিযুক্তরা।

সহকা‌রি পু‌লিশ সুপার (পাংশা সা‌র্কেল) দেবব্রত সরকার বলেন, ‍“বিকেলে দুই শিক্ষার্থীর প‌রিবার থানায় মামলা ক‌রে‌ছে। দুই আসা‌মির ম‌ধ্যে এরই ম‌ধ্যে একজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।” 

ঢাকা/রবিউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়