মুন্সীগঞ্জে লঞ্চঘাটের পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নিখোঁজ যুবকের সন্ধানে সোমবার ধলেশ্বরী নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা
মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে এক যুবক নিখাঁজ হয়েছেন। রবিবার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে ঘটনাটি ঘটে। সোমবার (১৬ জুন) দুপুর পর্যন্ত ওই যুবকের সন্ধান মেলেনি।
নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. কামরুল হাসান।
নিখোঁজ যুবকের নাম রফিকুল ইসলাম (৩০)। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোলার তজুমদ্দিন থেকে ঢাকা সদরঘাটের দিকে যাচ্ছিল যাত্রীবাহী লঞ্চ ফারহান-৩। রবিবার দিবাগত রাত ২টার দিকে যাত্রা বিরতিতে মুন্সীগঞ্জ লঞ্চঘাট নোঙর করে লঞ্চটি। সোহেল নামে এক যাত্রীকে এগিয়ে দিতে লঞ্চ থেকে ঘাটে নামেন নিখোঁজ রফিকুল ইসলামসহ কয়েকজন। তাকে এগিয়ে দিয়ে লঞ্চে উঠার সময় রফিকুল পন্টুন থেকে নদীতে পড়ে যান।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, “আজ সকাল থেকে নিখোঁজের সন্ধানে ডুবুরি দল কাজ করছে। উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।”
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. কামরুল হাসান বলেন, “প্রত্যক্ষদর্শীদের দেখানো জায়গায় বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নদীর গভীরতা প্রায় ১২০ ফিট এবং তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিখোঁজ যুবকের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।”
ঢাকা/রতন/মাসুদ