ঢাকা     বুধবার   ০৯ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৫ ১৪৩২

গোপালগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৭ জুন ২০২৫  
গোপালগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৭ জুন) উপজেলার রামদিয়া বাজারের এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের ফেরদৌস শেখের ছেলে মিরাজ শেখ ওরফে সুজন (৩৭) ও একই উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের শাহাবুদ্দিন শেখের ছেলে সোহাগ শেখ (২৯)।

আরো পড়ুন:

সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদক বেচাকেনা হবে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুকরা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি মিরাজ শেখের বাসা থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

একই উপজেলার দক্ষিণ ফকুরা গ্রামের অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০  গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সোহাগ শেখকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের কাশিয়ানী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছে। 
 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়