সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার আসামির ২০ বছর পর আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

সাংবাদিক মানিক চন্দ্র সাহা
খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার ওরফে ডিসকো সাত্তার আত্মসমর্পণ করেছেন।
সোমবার (১৬ জুন) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের ২০ বছর পর আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। বিচারক মো. মঞ্জুরুল ইমাম আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিসকো সাত্তার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা নুর মোহাম্মাদ ওরফে নুরুর ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম জানান, আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামি ডিসকো সাত্তার।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাব থেকে বাড়ির দিকে রওনা হন সাংবাদিক মানিক সাহা। ওই দিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে মানিক চন্দ্র সাহার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুই দিন পর ১৭ জানুয়ারি খুলনা সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রণজিৎ কুমার দাস বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন।
দীর্ঘ এক যুগ পর বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৬ সালে আদালত মানিক চন্দ্র সাহা হত্যা মামলার রায় ঘোষণা করেন। আদালত এ মামলায় ৯ জন আসামিকে দোষী সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুই আসামিকে মামলা থেকে খালাস দেওয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৯ আসামি হলেন- আকরাম হোসেন হাওলাদার ওরফে আকরাম হাওলাদার ওরফে বোমারু হাওলাদার, আলী আকবর শিকদার ওরফে শাওন, নুরুজ্জামান, মিঠুন, সুমন, সাত্তার ওরফে ডিসকো সাত্তার, বেলাল ওরফে বুলবুল, সাকা ওরফে সাকাওয়াত হোসেন ও সরোয়ার হোসেন ওরফে সরো।
মানিক চন্দ্র সাহা দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান, বিবিসি বাংলা বিভাগের কন্ট্রিবিউটর ছিলেন। ২০০৯ সালে সরকার তাকে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক দেয়।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ