চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরও
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চান্দগাঁও থানার সামনে শুক্রবার সকাল থেকে অবস্থান নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা
ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা ঘেরাও করেছেন দলটির নেতাকর্মী। শুক্রবার (২০ জুন) সকাল ৯টার দিকে তারা থানা ঘেরাও করেন। বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত, আন্দোলনকারীরা থানার চারপাশে বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১১টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে চাঁদাবাজির একটি মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকাল থেকে চান্দগাঁও থানা চত্বরে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।
চাঁন্দগাও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, “বিক্ষোভকারীদের দাবি, গ্রেপ্তার ব্যক্তি কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নয়। আমরা মামলার বাদীকে খবর দিয়েছি। বাদীর সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দাবি, মিথ্যা মামলায় তাদের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত এপ্রিল মাসে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করে ইসলামী আন্দোলন। এরপর সেখানে চাঁদাবাজি হয়নি। এতে ক্ষিপ্ত হন চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা। তারা হাবিবুর রহমানকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ আনেন।
ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান জানান, “চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে মামলা করেন একজন। সেই মামলায় গ্রেপ্তার কয়েকজনের ব্যাপারে গতকাল কথা বলতে গেলে হাবিবুরকে গ্রেপ্তার করে পুলিশ।”
ঢাকা/রেজাউল/মাসুদ