ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট সীমান্তের ওপারে ঝুলে থাকা বাংলাদেশির লাশ ২৫ ঘণ্টা পর হস্তান্তর

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২০ জুন ২০২৫   আপডেট: ১৯:৩৭, ২০ জুন ২০২৫
সিলেট সীমান্তের ওপারে ঝুলে থাকা বাংলাদেশির লাশ ২৫ ঘণ্টা পর হস্তান্তর

বিজিবি-বিএসএফের উপস্থিতিতে মারা যাওয়া যুবকের মরদেহ শুক্রবার দুপুরে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ভারতের অভ্যন্তরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া বাংলাদেশি যুবক মো. জাকারিয়া আহমদের (২৩) মরদেহ ২৫ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। এসময় বিএসএফ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভারতের পিনারসালা থানা পুলিশ জাকারিয়া আহমদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন:

আরো পড়ুন: তিন দিন আগে বিয়ে, যুবকের ঝুলন্ত লাশ মিলল ভারতে

মারা যাওয়া জাকারিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ছড়ারবাজারের লামাগ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। গত সোমবার তিনি বিয়ে করেন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় লোকজন সীমান্ত পিলার ১২৫৮/২০-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি গাছে মো. জাকারিয়া আহমদের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি সিলেট ব্যাটালিয়নকে (৪৮ বিজিবি) জানানো হয়। বিএসএফ লাশের বিষয়ে ব্যবস্থা নিতে ভারতের পিনারসালা থানায় সংবাদ দেয়। রাত সাড়ে ৯টার দিকে ভারতের পিনারসালা থানা পুলিশ জাকারিয়া আহমদের মরদেহ নিয়ে যায়। 

জাকারিয়া আহমদের বাবা আলাউদ্দিন জানান, কারো সঙ্গে জাকারিয়ার সমস্যা ছিল না। গত বুধবার রাতে তারা সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জাকারিয়া বাড়ি থেকে বের হন। সকাল ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তার ছেলে ভারতের অভ্যন্তরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন। 

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “বাংলাদেশি যুবকের লাশ ভারতের অভ্যন্তরে হওয়ায় বাংলাদেশের পুলিশ ও বিজিবি সেখানে যেতে পারেনি। রাতে ভারতের পিনারসালা থানার পুলিশ লাশটি উদ্ধার করে। শুক্রবার দুপুরে মরদেহটি বাংলাদেশে ফেরত পাঠানো হয়।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়