ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

বিএনপির পথসভায় ‘মুজিবীয় শুভেচ্ছা’ জানালেন ছাত্রদল নেতা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২১ জুন ২০২৫   আপডেট: ২১:১৬, ২১ জুন ২০২৫
বিএনপির পথসভায় ‘মুজিবীয় শুভেচ্ছা’ জানালেন ছাত্রদল নেতা

গাজীপুরের শ্রীপুরে বিএনপির এক পথসভায় নেতা-কর্মীদেরে মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন এক ছাত্রদল নেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ছাত্রদল নেতার নাম নাহিদ হাসান। তিনি উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

শুক্রবার (২০ জুন) এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল সরকার। সম্প্রতি ফেসবুকে নাহিদ হাসানের সাত সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে, ভিডিওটি কবের সে সম্পর্কে কিছু জানা যায়নি।

ভিডিওতে নাহিদ হাসানকে বলতে শোনা গেছে, ‘‘স্থানীয় প্রহল্লাদপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’’ এ সময় ওই ছাত্রদল নেতার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেন পথসভায় উপস্থিত থাকা বিএনপির এক কেন্দ্রীয় নেতা। পরে তাকে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন:

বিএনপির পথসভায় ছাত্রদল নেতা ‘মুজিবীয় শুভেচ্ছা’ জানিয়ে বক্তব্য দেওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ছাত্রদলের নেতা কীভাবে এমন বক্তব্য দেন?

বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজন অভিযোগ করেছেন, নাহিদ হাসান পূর্বে ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে নানা তদবির ও জেলার সুপারিশে তিনি ছাত্রদলের নেতৃত্বে আসেন।

এ বিষয়ে জানতে নাহিদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল সরকার বলেন, “কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত বলেন, “ঘটনাটি পুরনো হলেও আলোচিত। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করছি।”

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়