ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে জোড়া খুন

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২২ জুন ২০২৫  
নারায়ণগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে জোড়া খুন

ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার ও অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধের জেরে চার ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২১ জুন) রাতে সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের হাফিজিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলর হান্নান সরকার ও আবুল কাউসার আশার অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার ও অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত শুক্র ও শনিবার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

শনিবার রাতে ফের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আশা গ্রুপের সমর্থক আব্দুল কুদ্দুসকে (৬০) কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার চার ঘণ্টা পর আশা গ্রুপের লোকজন হামলা চালিয়ে হান্নান গ্রুপের সমর্থক মেহেদীকে (৪০) পিটিয়ে হত্যা করে।

বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়