ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবু সাঈদের কবর জিয়ারত করে এনসিপির জুলাই পদযাত্রা শুরু 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১ জুলাই ২০২৫  
আবু সাঈদের কবর জিয়ারত করে এনসিপির জুলাই পদযাত্রা শুরু 

সাদুল্লাপুরে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উত্তরের জেলা রংপুর থেকে শুরু হয়েছে। পদযাত্রাটি গাইবান্ধায় এসে পথসভা করে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌন ২টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে পৌঁছায় পদযাত্রাটি। পদযাত্রাটি পৌঁছার পর কেন্দ্রীয় নেতাদের ফুলের শুভেচ্ছা জানান এনসিপির উপজেলা পর্যায়ের নেতারা। পরে কেন্দ্রীয় নেতারা ফিতা কেটে এনসিপির সাদুল্লাপুর উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন।

আরো পড়ুন:

সেখানে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চল মুখপাত্র সারজিস আলমসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা। 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘‘এনসিপি জুলাই অভ্যুত্থানে নিহতদের পুরস্কৃত করার পাশাপাশি নতুন সংবিধান সংস্কারে কাজ করবে। সাদুল্লাপুরবাসী কি সংবিধান সংস্কারের জন্য কাজ করবে? সাদুল্লাপুরবাসী কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার চায়? আমরা বিশ্বাস করি, উত্তরের জেলা গাইবান্ধার সাদুল্লাপুরের জনগণ এনসিপির বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে গোটা জেলায় পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে।’’

এর আগে সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জে অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। 

পথসভা শেষে পদযাত্রটি গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনারে গিয়ে মিলিত হয়। সেখানে সমাবেশে যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপর পদযাত্রাটি পলাশবাড়ী হয়ে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্পটে এসে মিলিত হয়।
 

ঢাকা/মাসুম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়