ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্জয় ৪ দিনের রিমান্ডে

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ৩ জুলাই ২০২৫   আপডেট: ১৮:২৭, ৩ জুলাই ২০২৫
দুর্জয় ৪ দিনের রিমান্ডে

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

আরো পড়ুন:

এর আগে, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। আদালত উভয়পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি হুমায়ন কবির। আসামিপক্ষে ছিলেন নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী।

২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রথমবার মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্জয়। পরের সংসদেও জয়ী হন তিনি। তবে, ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করে।

এছাড়া, দৌলতপুর ও শিবালয় থানায় সাবেক এমপি দুর্জয়ের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে মামলাগুলোর শুনানি হবে।

ঢাকা/চন্দন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়