ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ৫ জুলাই ২০২৫  
গাইবান্ধায় বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তার চার ব্যক্তি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও একটি নকল পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকার আজাদ মণ্ডলের বাসা ও ব্যবসায়ীক সমবায় সমিতির অফিসে এই অভিযান চালানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আজাদ মণ্ডল (৫২), আসাদ মিয়া (৬২) ও তার ছেলে মেহেদি হাসান (২২) এবং একই গ্রামের মোশাররফ হোসেন (২৩)। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকার আজাদ মণ্ডলের বাসা ও ব্যবসায়ীক সমবায় সমিতির অফিসে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল উদ্ধার করা হয়। একইসাথে এসব অস্ত্র ও মাদক রাখার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

ঢাকা/মাসুম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়