কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কে এম হাসানুর রহমান সাবাব (২১) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হিমছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
কে এম হাসানুর রহমান সাবাব ঢাকার পল্লবী দক্ষিণ এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—বগুড়া সদরের দক্ষিণ সনসনিয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং দক্ষিণ নারুলি এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থী।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেছেন, “মঙ্গলবার সকালে পাঁচ বন্ধু কক্সবাজারে ঘুরতে এসে হিমছড়ি সৈকতে যান। তাদের মধ্যে দুজন বাঁধের ওপর বসে ছিলেন। বাকি তিনজন সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ ঢেউয়ের তোড়ে তিনজনই ভেসে যান। পরে কে এম হাসানুর রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন এখনো নিখোঁজ আছেন।”
তিনি জানান, বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে সমুদ্র ছিল উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।
ঢাকা/তারেকুর/রফিক