ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসাদুজ্জামান নূর নীলফামারীর ৪ মামলায় গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ৮ জুলাই ২০২৫  
আসাদুজ্জামান নূর নীলফামারীর ৪ মামলায় গ্রেপ্তার

আসাদুজ্জামান নূর

সাবেকমন্ত্রী আসাদুজ্জামান নূরকে নীলফামারীর বিভিন্ন থানায় দায়ের হওয়া চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নীলফামারীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, চার মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসাদুজ্জামান নূর ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের সঙ্গে যুক্ত ছিলেন।

আরো পড়ুন:

আসাদুজ্জামান নূর রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর সিয়াম হত্যা মামলায় এবং ২৯ সেপ্টেম্বর মামুন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নীলফামারীর চার মামলার মধ্যে বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াতকর্মী আবু বক্কর সিদ্দিক হত্যা মামলা; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা-ভাঙচুর ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের অভিযোগে দায়েরকৃত মামলা রয়েছে। 

নীলফামারী পুলিশের আদালত পরিদর্শক জিন্নাত আলী জানান, চার মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এ সময় তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন।

ঢাকা/সিথুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়