ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাগরে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৯ জুলাই ২০২৫   আপডেট: ১১:৫৬, ৯ জুলাই ২০২৫
সাগরে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে হিমছড়ির সৈকতে নেমে তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হলো। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া সৈকত থেকে মরদেহটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

আরো পড়ুন: কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

উদ্ধার হওয়া মরদেহটি আসিফ আহমেদের বলে তার ভাই শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত বলেন, “আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।”

গতকাল সোমবার (৮ জুলাই) কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী নিখোঁজ হন। তারা হলেন- কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান এবং আসিফ আহমেদ। গতকাল সাবাবের মরদেহ উদ্ধার হয়।অরিত্র হাসান এখনো নিখোঁজ।

ঢাকা/তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়