ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৯ জুলাই ২০২৫   আপডেট: ১২:২৩, ৯ জুলাই ২০২৫
চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত, দুর্ভোগ

বৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের একটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বুধবার সকালে তোলা ছবি

চট্টগ্রাম মহানগরী ও জেলার সব উপজেলায় গতকাল মঙ্গলবার শুরু হওয়া বৃষ্টি বুধবার (৯ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত রয়েছে। কখনো থেমে থেমে, আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। ফলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর।

আরো পড়ুন:

বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট, মেহেদীবাগ, মুরাদপুর, চকবাজার, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে কর্মমুখী মানুষকে।

এদিকে, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গত রবিবার থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। বুধবার সকাল থেকে আগামী ১২ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির ফলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়