ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ২ কোটি টাকার জাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৯ জুলাই ২০২৫  
কুষ্টিয়ায় ২ কোটি টাকার জাল উদ্ধার

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল, জাল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার মূল্য প্রায় দুই কোটি টাকা। 

বুধবার (৯ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৪৭ বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।

আরো পড়ুন:

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে মানিকের চর এবং বাংলাবাজার খারিজাথাক এলাকায় সোমবার (৭ জুলাই) থেকে মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত দফায় দফায় যৌথ অভিযান পরিচালনা করে ৮ হাজার ৫০০ কেজি অবৈধ চায়না জাল, ৩ হাজার ৫০০ কেজি বেহুন্দী জাল, ১৫টি বড় সাইজের ড্রাম এবং ৪ হাজার কেজি জাল তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা। মালামালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ধ্বংস করা হয়। 

এ সময় অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহারের অপরাধে তিনজনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।  

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়