নড়াইলে কুকুরের কামড়ে আহত ১০
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলের পৃথক এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়ে কুকুর কামড়িয়ে তাদের আহত করে। আহতরা নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে নড়াইল সদর উপজেলার গঙ্গারামপুর গ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ৩ জন আহত হন। তারা হলেন- ইমরান হাসান (৪০), তানভীর রহমান (৮) ও সামিউল ইসলাম (৮)।
এছাড়া, নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় কুকুরের কামড়ে ৭ জন আহত হন। তারা হলেন- আবু রায়হান (৫), লাইজু বেগম (২২), জেলেখা বেগম (৫০), ইমন মোল্যা (১৬), চঞ্চল মোল্যা (৩২), রাবেয়া হাসান (৫) ও রেশমা বেগম (৪০)।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুপ্রীতি নন্দী লক্ষ্মী বলেন, ‘‘কুকুরের কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন।’’
ঢাকা/শরিফুল/রাজীব