ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১১ জুলাই ২০২৫  
শেরপুরে ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শুক্রবার (১১ জুলাই) ভোরে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

৩৯ বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসএফ যাদেরকে ঠেলে পাঠিয়েছে, তাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের অধীন পানিহাতা এলাকার সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর কাছ দিয়ে ওই ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফ ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা। পরে তাদেরকে সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।

বিজিবি আরো জানায়, আটককৃতরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করেছিল। ভারতীয় পুলিশ বিশেষ অভিযান চালানোর সময় বৈধ কাগজপত্র/ভারতীয় পরিচয়পত্র না পাওয়ায় তাদেরকে আটক করে। দুই-তিন দিন আগে তাদেরকে বিমানযোগে নয়াদিল্লি থেকে গৌহাটিতে নিয়ে আসা হয়। গৌহাটি থেকে বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা গতকাল রাতে ওই ব্যক্তিদেরকে বাংলাদেশে ঠেলে পাঠায়। 

আটক ব্যক্তিদের নিকটাত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা সবাই সাতক্ষীরার তালা উপজেলার সাহাজাদপুর এলাকার বাসিন্দা। এ বিষয়ে অধিকতর তদন্ত ও যাচাইপূর্বক পরবর্তী কার্যক্রমের জন্য তাদেরকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/তারিকুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়