ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে মাদক কারবারির পায়ুপথ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৩ জুলাই ২০২৫   আপডেট: ১৫:৩১, ১৩ জুলাই ২০২৫
কক্সবাজারে মাদক কারবারির পায়ুপথ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

নুর আহমদ

কক্সবাজারের উখিয়ায় পায়ুপথে ইয়াবা পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ নুর আহমদ (৩০) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের উখিয়া ইমামের ডেইল চেকপোস্টে তাকে আটক করা হয়।

আটক নুর আহমদ টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন জানান, নুর আহমদ নীল দরিয়া নামের একটি যাত্রীবাহী বাসে চেপে ইমামের ডেইল চেকপোস্টে পৌঁছান। এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন, তার পায়ুপথে ইয়াবা রয়েছে। পরে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নুর আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর বলেন, “দীর্ঘদিন আগে নূর মোহাম্মদকে মৌখিকভাবে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি দায়িত্বপালন করে আসছিলেন। শনিবার তিনি মাদকসহ আটক হয়েছে শুনে তাকে বহিষ্কার করা হয়েছে।”

ঢাকা/তারেকুর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়