ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে ২ কোটি টাকার সোনাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ১১:১০, ১৪ জুলাই ২০২৫
যশোরে ২ কোটি টাকার সোনাসহ আটক ৩

স্বর্ণগুলো যশোরের চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল চোরা কারবারিদের

যশোরের ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব স্বর্ণের দাম ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯০০ টাকা।

রবিবার (১৩ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে। এ সময় ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরো পড়ুন:

আটক তিন ব্যক্তি হলেন—ব্রাহ্মণবাড়িয়ার চর চারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন, গাজীপুরের পূর্ব বাগবাড়ী গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ ও বগুড়ার শেরপুর রানির হাট গ্রামের সুচিত্র লাল মন্ডল ছেলে রামপ্রসাদ মন্ডল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, সোনাগুলো যশোরের চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।

ঢাকা/রিটন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়