ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ১৩:১২, ১৪ জুলাই ২০২৫
বরগুনায় নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

অগ্নিকাণ্ডের বিষয়ে কথা বলতে রাজি হননি নির্বাচন অফিস ও জেলা প্রশাসনের কর্মকর্তারা

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। 

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরো পড়ুন:

পুড়ে যাওয়া কক্ষে ব্যালট বাক্স, ব্যালট, গুরুত্বপূর্ণ নথিসহ আসবাবপত্র ছিল। অগ্নিকাণ্ডের পরপরই জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

অগ্নিকাণ্ডের বিষয়ে কথা বলতে রাজি হননি নির্বাচন অফিস ও জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা।

বরগুনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহম্মেদ জানিয়েছেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

ঢাকা/টিটু/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়