ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

তারিখে তারিখে নয়, জুলাই যোদ্ধাদের প্রতিনিয়ত স্মরণ করতে হবে 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ১৬:২৭, ১৪ জুলাই ২০২৫
তারিখে তারিখে নয়, জুলাই যোদ্ধাদের প্রতিনিয়ত স্মরণ করতে হবে 

সোমবার কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। তাদের কেবল তারিখে তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করতে হবে।”

সোমবার (১৪ জুলাই) সকালে কক্সবাজারের বিজয় স্মরণী সড়কে হোটেল শৈবাল-সংলগ্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

উপদেষ্টা বলেন, “জুলাইয়ে শহীদ ও আহতদের অবদান কখনো টাকা দিয়ে পোষানো যাবে না। তবু, আমরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করছি।” এ সময় তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণের দায়িত্ব পেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এটি শুধু দিবস উদযাপনের জন্য নয়, বরং প্রতিদিন যেন এই স্তম্ভ সবাইকে জুলাই যোদ্ধাদের কথা মনে করিয়ে দেয়, সেই ভাবনাতেই এর নির্মাণ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই স্তম্ভ যেন স্বজনহারা পরিবারগুলোর কাছে শ্রদ্ধা জানানোর স্থান হয়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

কক্সবাজারের জেলা প্রশাসক সালাহ্উদ্দিন জানিয়েছেন, স্মৃতিস্তম্ভ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন ও পূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়