ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ‘জুলাই স্মৃতি স্তম্ভের’ নির্মাণ কাজের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৪ জুলাই ২০২৫  
গোপালগঞ্জে ‘জুলাই স্মৃতি স্তম্ভের’ নির্মাণ কাজের উদ্বোধন

গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়

গোপালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভের’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ এ স্মৃতি স্তম্ভ নির্মাণ করছে।

আজ সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন:

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, এলডিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হকসহ সরকারি কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ মঈনুলের মা মাহফুজা বেগম বলেন, ‘‘স্মৃতি স্তম্ভ নির্মাণের মাধ্যমে আমাদের শহীদ পরিবারকে সম্মান দেয়া হলো। এতে আমরা আনন্দিত ও গর্বিত।’’ 

জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান বলেন, ‘‘জুলাই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। তাদের স্মরণে এই জুলাই স্মৃতি স্তম্ভের নির্মাণ করা হচ্ছে। তাদের আত্মত্যাগের কথা মনে রেখে আগামীতে যারাই সরকারে আসুক, যারাই বিরোধ দলে আসুক, তারা যেন জুলাই বার্তাকে স্মরণ রাখে।’’ 

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান জানান, স্মৃতি স্তম্ভ নির্মাণ করার পাশাপশি প্রত্যেক শহীদের জন্য একটি করে সাতটি গাছের চারা রোপণ করা হবে। প্রত্যেক শহীদের কবর বাধানো হবে। প্রত্যেকটি স্কুলে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়